০১.নাগরিক কবিয়াল
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন।
আমার গানের আনাচে কানাচে, কন্ঠী বদলে বোষ্টমি আছে
তার পিড়িতে ডুবল আমার, গীটারের আস্ফালন।
সামলে রাখিস বোষ্টমী তোর, বুকের মধ্যে আমার পাঁজর
তোর দরিয়ায় ডুবলো আমার, পাগলামি আস্ফালন।
মানুষ আমার সাধন গুরু, সেই মোকামেই যাত্রা শুরু
চলনে গান সংগে থাকে, বলনে আস্ফালন।
নড়ছে চরছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে
কয়রে কথা দেয়না দেখা, নাছোরবান্দা লালন।
৫.জুয়া
জিতেছি যতটা হেরেছিও ততটাই, জুয়া খেলে গেছি কামনায় অনুভবে
ভাবনা আমার তোমাকেই বলে যাই, তুমি কি কখন আমার ভাগ্য হবে?
মহাকাশ ফুড়ে ছুটে চলে নভো্যান, মানুষ নিচ্ছে বিশ্বের তল্লাশ
বিজ্ঞানীরা কি জুয়াই খেলতে চান? পৃথিবীর বুকে শুকিয়ে যাচ্ছে ঘাস।
কি আছে সৌরমন্ডল থেকে দূরে? নভো্যান থেকে সংকেত ভেসে আসে
জিজ্ঞাসাগুলো একদম ভবঘুরে, প্রশ্ন ঘুরছে তারাদের আশেপাশে।
মঙ্গলগ্রহে জরিপ চলছে খুব, সেখানে শুনছি ঘরবাড়ি তোলা হবে
জল্পনা ছোটে পশ্চিম থেকে পূব, গ্রাম থেকে গ্রামে ডাক্তার যাবে কবে?
উপসাগরীয় যুদ্ধ টিভিতে দেখে, খেয়েছে মানুষ রাতের খাবার রোজ
গনহত্যার ছবিগুলো মনে রেখে, এসেছে শান্তি ঘুমের ওভার ডোজ।
আসল যুদ্ধ যেন সিরিয়াল দেখা, অ্যাকশান খুব জীবন্ত খুনোখুনি
দেখছে মানুষ সপরিবারে বা একা, ধর্ষণটাও দেখা যাবে এক্ষুনি।
কম্পিউটারে খেলছে আমার মেয়ে, নিধনের খেলা এ মেরে ফেলছে ওকে
অথবা দৈত্য ফেলছে কাউকে খেয়ে, মগজে এখন শুধু ভাইরাস ঢোকে।
কারফিউ ছিল মগজে আমার গানে, সে গান হয়েছে কবে ক্যাসেট বন্দী
কত বিক্রি এইচ.এম.ভি. জানে, আমি গান গেয়ে করে যাই অভিসন্ধি।
অভিসন্ধিতে লিরিক দিচ্ছি শোন, সুরে বলে যাই আজকের কথাগুলো
একদিন হবে গণ অভ্যুথ্থান, সেদিন আমার গানের ভাড়ার খুলো।
আপাতত ছোটা শিশিতে এ গান ভরে, ভাসিয়ে দিচ্ছি সময়ের দরিয়ায়
দেখি এ ভাবনা ভেসে যায় কতদূর, ভাবনা আমার তোমার দিকেই যায়।
তোমার শরীরে আমার স্পর্ষ পেলে, ভেব একজন কামনায় অনুভবে
চেয়েছে তোমায় ভাবনার জুয়া খেলে, প্রেমিকা আমার তুমি বিদ্রোহ হবে।
Sonar Medel- Purnendu potri
14 years ago
1 comments:
অসাধারন ব্লগ। অনেক ধন্যবাদ !
Post a Comment