Tuesday, March 16, 2010

Lyrics- Protirodh

Tuesday, March 16, 2010
০১.অজয় বাগদি

অজয় বাগদি ঝুলছে দেখ, মরুদ্যানের কয়েদখানায়,
দড়ি জোগায় পার্টি-পুলিশ-- তারাই গণতন্ত্র বানায়।

নন্দীগ্রামের গান শুনলেই, মাওবাদী আর তেলেঙ্গানা।
কবীর সুমন গান বেঁধেছি-- বাঁধবি কাকে, কয়েদখানা?


একনলা নয়, দোনলা নয়, নেহাৎ কিছু গানের সুরে
মাও-কবীরের দোহার এখন, লিরিক-বারুদ দিচ্ছে পুরে।

অজয় বাগদি জেলার ছেলে, বাগদি-ছেলের জ্যান্ত বুকে
নন্দীগ্রামের খবর এখন,হাওয়ার সঙ্গে যাচ্ছে ঢুকে।


তন্ত্র-গণ-তন্ত্র-গণ, মন্ত্র-গণ-সংসদীয়--
অজয় তোমার ভোটটা এবার,পাচ্ছে কারা বাতলে দিও।

তন্ত্র-গণ-তন্ত্র-গণ, মন্ত্র-গণ-সংসদীয়--
অজয় তোমার ভোটটা এবার, পাচ্ছে কারা বাতলে দিও।


গানগুলো কি কালাশনিকভ? গানগুলো কি অন্তর্ঘাত?
বাগদি-ঘরের ছেলে, অজয়, প্রসন্ন নয় তোমার বরাত।

বরাত ভালো আমার বরং, বর্ণহিন্দু শহুরে প্রাণ।
চাটুজ্যেটা কবীর হলেও,শ্রেণীর গন্ধ আমার এ-গান।


জেহাদ ডাকছি, অজয়, শোনো, -- 'হামলা' বলো বিদ্রোহীরা --
আমার গিটার কালাশনিকভ, হোক না বুড়ো আমার শিরা।

জেহাদ ডাকছি, অজয়, শোনো, -- 'হামলা' বলো বিদ্রোহীরা --
আমার গিটার কালাশনিকভ, হোক না বুড়ো আমার শিরা।


বদলা নেব গানেই আমি, কলির সন্ধ্যে এই তো সবে;
পরের বারে দেখবি আমার, বাগদি-ঘরেই জন্ম হবে।

বদলা নেব গানেই আমি, কলির সন্ধ্যে এই তো সবে;
পরের বারে দেখবি আমার,বাগদি-ঘরেই জন্ম হবে।

০২.বামজ্বর

কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি, সংগ্রামে কাছাকাছি।

যার সাথে খুশি থাকব এখন, বিরুদ্ধতাই থাক
যা খুশি হওয়ার হোক গিয়ে আগে, বাম সরকার যাক।

যাক আগে ঐ বড় শরিকটা, উদ্ধত কান কাটা
ঝেটিয়ে বিদায় করুক ওদের গ্রাম বাঙলার ঝাঁটা।

কে আছো এখনো ফাঁকতালে চাও, একটু বাম বিকল্প
এখনো খোয়াব অথচ বলছো, নন্দীগ্রামের গল্প।

কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি, সংগ্রামে কাছাকাছি।

কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি, সংগ্রামে কাছাকাছি।

বাম ডান সব নিকুচি করেছি, গণ হত্যার পর
বদলা নেওয়ার দাওয়াই সারাবে, বাঙালীর বামজ্বর।
 
বাম ডান সব নিকুচি করেছি, গণ হত্যার পর
বদলা নেওয়ার দাওয়াই সারাবে, আমাদের বামজ্বর।

কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি, সংগ্রামে কাছাকাছি।




0 comments: