Tuesday, April 27, 2010

Lal komola holde sobuj-pratul mukhopadhyay lyrics

Tuesday, April 27, 2010
লাল কমলা হলদে সবুজ
আসমানী নীল বেগুনী
সাত রঙা আচঁল উড়িয়ে
নাচেরে নাচেরে কোণ নাচুনি।

আ আ আ আ

বৃষ্টি শেষে সূর্য ফিরে আসে ঢাল বেয়ে
আকাশ পাহাড় পাহড়ি পথ নীল
কে বেশি নীল কার চেয়ে।।

একদিন ভীষন লড়াই হয়েছিল এই গায়ে
গুলির দাগে বীরের গাঁথা লেখা
দেয়ালেরই গায়ে গায়ে।।

দেয়ালের সেই ক্ষত,যেন লাগছে ফুলের মত
পাহাড়,পাহাড়ি পথে  বাহার
দু গুণ বাড়ে তখনি।

লাল কমলা হলদে সবুজ
আসমানী নীল বেগুনী
সাত রঙা আচঁল উড়িয়ে
নাচেরে নাচেরে কোণ নাচুনি।

Download link

0 comments: