জন্মিলে মরিতে হবে- প্রতুল
জন্মিলে মরিতে হবে এ এ জানেতো সবাই
তবু মরনে মরনে অনেক ফারাক আছে ভাই রে
সব মরন নয় সমান, সব মরন নয় সমান
জন্মিলে মরিতে হবে এ এ জানেতো সবাই
তবু মরনে মরনে অনেক ফারাক আছে ভাই রে
সব মরন নয় সমান,সব মরন নয় সমান।
রক্তচোষার উস্কানিতে, জনতার দুষমনিতে
রক্তচোষার উস্কানিতে, জনতার দুষমনিতে
সারা জীবন গেলে কেটে মরণ যদি আসে
সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে রে
সব মরন নয় সমান, সব মরন নয় সমান।
জীবনো উসর্গ করে,সব হারা জনতার তরে
মরণ যদি হয়,ওরে তাহার ভারে হার মানে ঐ পাহাড় হিমালয়।
সব মরন নয় সমান, সব মরন নয় সমান।
জন্মিলে মরিতে হবে এ এ জানেতো সবাই
তবু মরনে মরনে অনেক ফারাক আছে ভাই রে
সব মরন নয় সমান, সব মরন নয় সমান।
Download Link
Sonar Medel- Purnendu potri
14 years ago
0 comments:
Post a Comment