Friday, October 8, 2010

Lyrics-mukhomukhi (nochiketa)

Friday, October 8, 2010

শ্রাবণ ঘনায়

শ্রাবণ ঘনায় দু নয়নে, আকাশের মত আঁখি
মগনে বরিষনে............

আকুল পবন আজ মানেনা তো মানা
অধীর আকাশ বুঝি ছাড়াল সীমান
ঝোড়ো হাওয়া দিয়ে যায়, দোলা বনে বনে

বিষাদ বিধূর মনে স্মৃতির আনাগোনা
অধীর আকাশ বুঝি ছাড়াল সীমানা
ছায়া ছায়া ভাসে ছবি কার মন কোণে



আবার এসেছে

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে

এই পুরাতন হৃদয়ে আমার
আবার পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি

রহিয়া রহিয়া বিপুল মাঠের ওপরে
নব তৃণদলে বাদলের ছায়া পড়ে
এসেছে এসেছে এই কথা বলে প্রাণ
উঠিতেছে এই গান
নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে
                                                          


ঝর ঝর বরিষে
 
ঝর ঝর বরিষে বারিধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গতিহারা

ফিরে বায়ু হাহাস্বরে,  ডাকে  কারে
জনহীন অসীম প্রান্তরে
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গতিহারা

অধীরা যমুনা তরঙ্গ আকুলা আকুলারে, তিমির দুকলারে
নিবিড় নীরদ গগনে, গরগর গরজে সঘনে,
চঞ্চলা চপলা চমকে।
 

0 comments: