কয়েক মাস পর আবার ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। এখন থেকে ঠিক করেছি শুধু গান ডাউনলোড নিয়ে পোষ্ট করবোনা। গানের পেছনের কথা এবং ব্যাক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করবো। কারন শুধু গান ডাউনলোডের বহু সাইট আছে। বস্তা বস্তা ডাউনলোড লিংক আছে। যা পাচ্ছে ডাউনলোড দিয়ে রাখতেছে। একেকটা গান মানে যে স্বপ্ন, পরিশ্রম, আবেদন তার কিছুই সেখানে আর থাকছেনা। আপাতত শুধু ডাউনলোড লিংক মৌসুমি দিদির "এখনো গল্প লেখো" এর বাকি কথা ধীরে ধীরে বলবো। মোটামুটি ৪ মাস পরে আবার ব্লগে।
লিংক
১.এখনো গল্প লেখ(ekhono golpo lekho)
২.আমার কিছু কথা(amar kisu kotha)
৩.ফুতপাতের মেয়ে(futpater meye)
৪.ঘুড়ি(ghuri)
৫.চিঠি(chithi)
৬.আমি যা দেখি তুমি তা দেখ কি(ami ja dekhi)
৭.এই সময়ের বুকে(ei shomoyer buke khoto jome ase)
৮.আমরা এখন জেনে গেছি(amra ekhon jene gesi)
৯.যশোর রোড(jossore road)
১০.এক একটা দিন(ek ekta din)
১১.শরীরটারই ভেতরে(shorir tari vetore)
১২.যখনই একটু ছুটি পাই(jokhoni ektu chuti pai)
১৩.আমার ঘরের পাশে(amar ghorer pashe)
১৪.দোয়া কর(doa koro)
১৫.তোরি জন্যে(tori jonne)
মৌসুমি দিদি কাজ কিন্তু খুব বেশি করেন নি। অ্যালবাম মাত্র তিনটা। যার মধ্যে এটি প্রকাশিত হয় ২০০০ সালে। কিন্তু শুনলে মনে বাঙলা গানেরা আদি অনাদিকালের সময় ধরে তিনি আছেন, থাকবেন।
Sonar Medel- Purnendu potri
14 years ago
0 comments:
Post a Comment