Saturday, November 14, 2009

ডিজুস বন্দনা-১ dijuce ! !

Saturday, November 14, 2009
কে গান গাবে আর কে গাইবেনা তা ঠিক করে দিচ্ছে ডিজুস এবং তাদের বান্দর পয়দা গোষ্ঠী। রিসেন্টলি তাদের শ্লোগান "হারিয়ে যাও"। এতদিন শুনে আসলাম 'আপনারে আমি খুঁজিয়া ফিরি' । এখন তাদের কথায় বিসমিল্লাহ বলে হারিয়ে যেতে হবে। তো এই হারিয়ে যাওয়া নিয়ে গান করার চেষ্টা করতে গিয়ে দেখলাম, আমার আগেই একটা গান ছিল
তাদের নিয়ে যখন তাদের শ্লোগান ছিল 'খাও দাও আর ফূর্তি কর' আহা। তো সেই গানটাই আরেকবার রেকর্ড করলাম

ডিজ্যুস বন্দনা -১ লিরিক

বিলবোর্ড থেকে নির্বোধগুলো করছে ইশারা,
দুনিয়ার সুখ এখন আমার ডিজুস গা ছারা।

কথা বলা হোক, কথা হোক জোঁক, কথা শুষে নিক সব
রাত বারোটায় হাতছানি দেয়, নতুন দুনিয়া।
বিলবোর্ড থেকে..........

হাতে কিছু পর, পায়ে কিছু পর, চোখে কিছু দেখোনা,
ফ্রেন্ডস ফান এন্ড মিউজিক এক আজব জামানা।
বিলবোর্ড থেকে..........

খাও দাও আর ফূর্তি কর, দুনিয়াটা মস্ত
যেভাবে পার খেয়ে যাও তুমি, আর কিছু ভেবোনা।
পথের ধারের খেঁটে খাওয়া ছেলে নিরবে জবাব দেয়,
কারা ধান খায়, কারা নিয়ে যায়, আমাদের খাঁজনা।

পথের ধারের খেঁটে খাওয়া ছেলে করছে ইশারা
দুনিয়ার সুখ এখন আমার ডিজুস গা ছারা।

এরপর কে জুস খাবে আর কে পানি খাবে তা ঠিক করে দেবে ডি জুস। নাচানাচি করে হারানোর এইতো সময়। বিশেষ করে গ্রামীণ ফোন!!! যেহেতু এত ফ্রিতে নাগরিক নাচ নাচার সুযোগ করে দিচ্ছে।
গানের লিংক






আর ছবিটা দেখুন। এরকম অনেক কিছু শেখানোর দায়িত্ব তারা নিয়েছেন। মন্দ কী।

0 comments: