'আমার হাড় কালা' গাইতে গিয়ে প্রথম জানতে পাই জসিমউদ্দীন কবিতার পাশাপাশি অসাধারন কিছু গান ও রচনা করে গেছেন, যেমন 'আমায় ডুবাইলিরে ভাসাইলিরে' শচীন দেব বর্মণ এর গাওয়া 'রঙিলা রঙিলা', অর্ণবের মনপুরাতে গাওয়া 'আমার সোনার ময়না পাখি' এরকম আরও অনেক। এই গানগুলো নিয়ে কাজ করার ইচ্ছে রাখি।
লিরিক
আমার হাড় কালা করলাম রে
ওরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে।
মনরে.......
ওরে হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাদ রে আমার, জনম বাঁকা চাদ
তাহার চাইতে অধিক বাঁকা হায় হায়
তাহার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসে।
মনরে.......
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা, বাঁকা গাঙের পানি রে, আমার বাঁকা গাঙের পানি
সকল বাকাঁয় বাইলাম নৌকা হায় হায়
তবু বাঁকারে না জানিরে দুরন্ত পরবাসে।
মনরে.......
ওরে হাড় হইলো জরো জরো, অন্তর হইলো গুড়ারে আমার অন্তর হইলো গুড়া
পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, পিড়িতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়ারে দূরন্ত পরবাসে....
গানটার লিংক
চেষ্টা করবো এরকম কিছু গান গীটারে গাওয়ার। দেখা যাক সারাদিনের জমা হওয়া ক্লান্তি নিয়ে এরকম গান শুনতেই আমার ভাল লাগে।
Sonar Medel- Purnendu potri
14 years ago